ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হাবিবুর রহমান

শিবির অন্য দলে ভালো পদ না পেলে বঞ্চিত মনে করে

প্রকাশিত: ১৭:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শিবির অন্য দলে ভালো পদ না পেলে বঞ্চিত মনে করে

ছবিঃ সংগৃহীত।

রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন এক্টিভিস্ট অ্যাডভোকেট হাবিবুর রহমান তার একটি ফেসবুক পোস্টে লিখেন, নতুন দল, নতুন ছাত্র সংগঠনে শিবির, বাম, ছাত্রলীগ সবাই যাচ্ছে। শিবিরের লোকজন এখানে আরেক কাঠি এগিয়ে। তারা অন্য দলে ভালো পদ না পেলে বঞ্চিত মনে করে৷ নতুন দলে  শুধু ছাত্রদল থেকে কাউকে নিতে পারেনি। দুই এক জায়গায় না জানিয়ে কমিটিতে রাখার কারণে ছাত্রদলের অনেকে পদত্যাগ করেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে। যোগ দেওয়ার সাথে সাথে বড়ো নেতা হওয়ার সুযোগ রেখে যারা ছাত্রদলের  সমর্থক - কর্মী - তৃণমূল ইউনিট থেকে রাজনীতিতে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার ধৈর্য রেখেছে তাদের কারণেই জাতীয়তাবাদী শক্তি আরও কয়েকদশক শক্তিশালী থাকবে।

মুহাম্মদ ওমর ফারুক

×