
ছবিঃ সংগৃহীত
আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫—আলোচিত অনলাইন ব্যক্তিত্ব এবং লেখক ফাহাম আব্দুস সালাম তার ফেসবুক পেজে বাংলাদেশের রাজনীতির জটিলতা এবং নেতৃত্বের অভাব নিয়ে একটি বিস্তৃত মন্তব্য করেছেন। তিনি লিখেন, “বাংলাদেশে নেতৃত্ব করা এবং করতে দেওয়া কতোটা কঠিন, আশা করি ছাত্ররা বুঝতে পারছেন। আমাদের জাতিতে ইকোয়ালদের মাঝে কম্পিটেন্সের কারণে অনার—এই ধারণাটাই নেই। সবাই শুধু অনেক খেতে চায়, আর না পারলে অন্যকে আটকাতে চায়।”
এছাড়া, তিনি খালেদা জিয়া এর রাজনৈতিক দক্ষতা এবং নেতৃত্বের প্রশংসা করেন, বলেন, “খালেদা জিয়া কী অসাধ্য সাধন করেছিলেন, সেটা অনেকেই বুঝে উঠতে পারেননি।
ফাহাম আব্দুস সালাম আরও যোগ করেন, “বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার মতো কম্পিটেন্ট পলিটিশিয়ান আর একজনও আসবে না।”
এটি একটি বড় মন্তব্য যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নেতাদের প্রতি সমালোচনার নতুন দিক উন্মোচন করে।
জাফরান