
ছবিঃ সংগৃহীত।
সম্প্রতি ছাত্রদের নতুন দল নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। এরই মধ্যে আলোচনায় এসেছে সাবেক শিবির নেতা মির্জা গালিবের ফেসবুক পোস্ট যেখানে তিনি ছাত্রদের নতুন দলে শিবিরের অবস্থান নিয়ে কথা বলেছেন। দলের নেতৃত্বে কারা থাকবেন এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ এবার এই বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক ডঃ আতিক মুজাহিদ।
জাতীয় নাগরিক কমিটির এই নেতা তার ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, সবাই থামেন। এসব কি শুরু করছেন । একটা লিমিট আছে। সব কিছুর সমাধান আছে। আমরা কেউ-ই হাসিনা না, আমরা সবাই মানুষ। ভুল হবে, তার সংশোধন আছে। তিল কে তাল বানানো উচিত নয়। না জেনে যে যার মত ন্যারেটিভ। স্টপ নাউ। কামড়াকামড়ি করে কারোই লাভ নাই। রিকুয়েষ্ট এবার থামেন। ইগো বন্ধ করেন। ঝামেলা আছে মানে তার সমাধানো আছে। আল্লাহ রহম কর।
মুহাম্মদ ওমর ফারুক