ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পিনাকীর মানবিক উদ্যোগ, ইউটিউব আয়ের একাংশ শহীদ পরিবারের জন্য!

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

পিনাকীর মানবিক উদ্যোগ, ইউটিউব আয়ের একাংশ শহীদ পরিবারের জন্য!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রখ্যাত অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তার সাম্প্রতিক এক উদ্যোগে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, সপ্তাহে দুটি ইংরেজি টক শো করবেন, যা বাংলাদেশের একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে। মূলত এটি হবে তার কনটেন্টের ইংরেজি সংস্করণ, যা টক শো আঙ্গিকে আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরবে বাংলাদেশ, এখানকার রাজনৈতিক পরিস্থিতি।

পিনাকী জানান, প্রথম পর্বের রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা — কেন এটি প্রয়োজনীয় এবং কীভাবে তা বাস্তবায়ন করা যেতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই পর্বটি প্রচারিত হবে বলে তিনি আশাবাদী।

টক শো থেকে যে অর্থ তিনি উপার্জন করবেন, তার পুরোটাই ব্যয় করা হবে বাংলাদেশের কয়েকটি শহীদ পরিবারের কল্যাণে। পিনাকী ইতোমধ্যে এসব পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং তাদের আর্থিক চাপ লাঘবে কাজ করে যাচ্ছেন। তবে এটি একটি দীর্ঘমেয়াদি দায়িত্ব, যা তিনি সাসটেনেবল মডেলে দাঁড় করানোর পরিকল্পনা করছেন।

পিনাকী আরও উল্লেখ করেন, এই অর্থের একটি অংশ এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) করে রাখলে কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে এবং একইসঙ্গে এই উদ্যোগে দুইটি লক্ষ্য পূরণ হবে— আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো।

আসিফ

×