
ছবি: জনকণ্ঠ
জুলাই-আগস্ট অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক। দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।
ভারতের প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে। জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই।
গত শনিবার ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী?
জরিপে অংশ নেওয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা। এসব রাজ্যের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর গোটা ভারতের মতামত জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতারও একই মত।
‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।
এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর–পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার নজিরবিহীর অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময়ে জানিয়েছে, তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন। তবে ভারত সরকার তার অবস্থানের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
শিহাব