ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইসলামপন্থীদের বিরুদ্ধে সিস্টেমেটিক প্রোপাগান্ডা চলছে: মেহেদী হাসান

প্রকাশিত: ১৪:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামপন্থীদের বিরুদ্ধে সিস্টেমেটিক প্রোপাগান্ডা চলছে: মেহেদী হাসান

ছবি: সংগৃহীত

লেখক ও সমালোচক মেহেদী হাসান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে সিস্টেমেটিক প্রপাগান্ডা চলছে৷ বাম ও সেকুরা কিছু হলেই 'আক্রমণ' বলে ঝাপিয়ে পড়ে। পরে ঘটনা ভুল প্রমাণিত হলেও তারা ক্ষমা চায় না। তারা শাহাবাগীপনায় অটল থাকে৷ নবীজিকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহারকারী কবি গালিবের পক্ষে তারা দাঁড়িয়েছে কোন যদি কিন্তু ছাড়াই। 

সুশীল ইসলামপন্থীদের এখান থেকে কিছু শেখা উচিত। বাম ও সেকুরা ভুল সঠিক যাচাই করার আগেই তীরটা ইসলামপন্থীদের দিকে ছোড়ে, পরে ভুল জায়গায় লাগলে চুপ করে থাকে৷ এখন, কিছু ইন্টেলেকচুয়াল ইসলামপন্থীও তীরটা আগে স্বজাতির দিকে ছোড়ে, তারপর ভুল হলে চোরের মত চুপসে যায়।  

আমার উসুল সহজ। আমি প্রথম তীর ছুড়বো বাম ও শাহাবাগীদের দিকে। ভুল হলে সরি বলবো।  কিন্তু ভুল করে কখনোই  ভায়ের বুকে তীর ছুড়বো না। সরি বলার কষ্ট আছে, কিন্তু স্বজাতির দিকে ভুল তীর ছুড়ে সরি বলার কষ্ট দ্বিগুণ। দেখেন, একটা ঘটনার নানা ডাইমেনশন থাকে। একজন শাহাবগী ইসলামপন্থীদের সমালোচনার করার গ্রাউন্ড খুঁজে নেয়। আমাদেরকেও সেটা করা উচিত।  আমরা ভায়েদের সতর্ক করবো, ভুল করলে যৌক্তিক সমালোচনাও করবো, কিন্তু সেটা কখনোই শাহাবাগীদের ভাষায় না। ভায়েরা ভুল করে গর্তে পড়লে চটকানা দিয়ে বের করে নিয়ে আসবো, কিন্তু শত্রুর সামনে একা ছেড়ে দিবো না। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/18EFwMCef1/

রিফাত

×