
ছবি: সংগৃহীত।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সেমিনারে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মামুনুল হককে নিয়ে কিছু কথা বলেন।
সারজিস আলম বলেন, "আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম, আমার একটা জিনিসই মাথায় এসেছে। এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি। আজকে থেকে কয়েক বছর আগে, ঠিক আজকে থেকে কয়েক বছর আগে, খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে নিয়ে এসে অপদস্থ করেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে সবথেকে বড় মনে করেছিলেন, কিন্তু তার উপরে যে একজন সৃষ্টিকর্তা আছে, সেটা তিনি ভুলে গিয়েছিলেন।"
তিনি আরও বলেন, "সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউ দেখুক আর না দেখুক, কেউ থাকুক আর না থাকুক, যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্ত করতে চায়, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। খুনি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত। একটা মানুষ যদি মুখে চুনকালি মেখে দেশ ছাড়া হয়ে যায়, তবে যে অবস্থা হয়, তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে। তিনি শুধু নিজে ডুবেনি, ওই নৌকাটাকে ডুবিয়ে দিয়েছে। পুরো দেশের যত নেতাকর্মী আছে, সবার মুখে একসাথে চুনকালি মেখে, দেশ ছেড়ে পালিয়েছেন।"
"দেশি-বিদেশী শেল্টারের দিকে কি আমাদের তাকাতে হয়েছিল? না, তাহলে আগামীর বাংলাদেশে এই সোনারগাঁওয়ের, আপনারা যারা সহযোদ্ধা আছেন, এরকম ৫০০ থেকে ১০০০ সহযোদ্ধা ঐক্যবদ্ধ হন। নাগরিক কমিটির ব্যানারে হোক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হোক, কিংবা আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে তাদের ব্যানারে হোক, আপনারা ঐক্যবদ্ধ হন ।"
তিনি আরো বলেন, "১,০০০ সহযোদ্ধা যদি একত্রিত হতে পারেন, আপনার মাথায় আর কোন ছাতা থাকা লাগবে না। ঠিক, এই ছাতার লড়াই বাদ দিতে হবে, নিজেরা স্বাবলম্বী হতে হবে, আপনার সোনারগাঁওকে আপনার নিজেদের প্রটেক্ট করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে শুধু আপনাদের কিছু জিনিস বলি। আজকে আমাদের এক আহত ভাই বলেছেন, অন্ধ অনুকরণ আপনি করবেন না। ঠিক, কোন নেতাকে অন্ধ অনুকরণ করার প্রয়োজন নাই। যদি করেন, তাহলে আরেকটা টুঙ্গিপাড়া হবে, আরেকটা গণভবন হবে, আরেকটা হাসিনা হবে।"
"যেই রাজনৈতিক দল, দলেরই হোক, আপনার নিজের রাজনৈতিক দল হোক, ক্ষমতাসীন রাজনৈতিক দলের হোক, সম্ভাব্য চেয়ারে যাওয়ার মতো যেকোনো রাজনৈতিক দল হোক, যদি সে যেকোনো অন্যায় করে, এমন যেকোনো কাজ করে, যা দেশের মানুষের সোনারগাঁও এর জন্য খারাপ, সেটার আপনি গঠনমূলক সমালোচনা করবেন। এটা করার পরে, আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে এসে একসাথে তার বিরুদ্ধে লড়াই করবো।"
সূত্র: https://www.youtube.com/watch?v=uU7xg2gSONQ&t=3s&ab_channel=ATNNews
নুসরাত