ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত  

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত  


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে দলের  চুড়ান্ত প্রার্থী হিসেবে ইউরো বাংলা হার্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু বকর সিদ্দিকের নাম ঘোষণা করা হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোঃ শাহাদাত হোসেন রবিবার সন্ধায় জনকন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবালয় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ হাতেম আলী জনকন্ঠকে জানান, যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে আমরা মাঠে কাজ করছি।
নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে আসার সাথে-সাথে রাজনৈতিক ও সামাজিক মহলে এ প্রার্থীকে নিয়ে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। 

এদিকে, প্রার্থী চুড়ান্ত হওয়ায় নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করছেন ডা. আবু বক্কর সিদ্দিক।

শহিদুল/সাজিদ

×