ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

সংসদ নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন নয় 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

সংসদ নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন নয় 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, জাতীয় নির্বাচনের আগে কোন ভাবেই স্থানীয় নির্বাচন করা না হয়। জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনের লিগ্যাল গ্রহণযোগ্য প্রমাণ যেমন আনা যাবে না। একই ভাবে স্থানীয় নির্বাচনে যতগুলো প্রতিকূলতা সৃষ্টি পারে যেমন মাঠে বা প্রতিটি জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। 

তিনি বলেন, আজকে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ বাহিনী এটা দমন করার জন্য আসে নাই। যা আগামিতে খুব সম্ভব এটা আসা সম্ভব না। সঠিকভাবে একটা স্থানীয় নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচন করতে হবে। আজকে প্রসঙ্গে এই দুটি জিনিস বড় দাগে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশনের সাথে আলোচনা করেছি।

ববি হাজ্জাজ বলেন, আজকের প্রসঙ্গে যেটা আলোচনা করেছি যেটা হলো এই যে ঐক্যমত আনা এবং এই ঐক্যমত আনার জন্য সাজেশন দিয়েছি এক্যমত কমিশনকে যে, প্রত্যেকটা কমিশন আলাদা করে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে প্রতিনিধি অনুরোধ করে। যেন এই প্রতিনিধিদের সাথে  তারা বসে ভোটাভুটি করেন।

কোন কোন রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয় চায়। যেগুলোতে সবার ঐক্যমত পোষন করবে। যেগুলো নিয়ে আলাদা চার্টার তৈরি করা। যেগুলো মিমাংসিত ঐক্যমত। যেগুলোর বাইরে কেউ যাবে না। এরপর যদি কোন প্রয়োজনীয় কিছু থাকে। যেখানে আমরা এক্যবদ্ধে পৌঁছাতে পারছিনা।

এনডিএম চেয়ারম্যান বলেন, সেটা নিয়ে আলোচনা করবার জন্য একটা নির্ধারিত সময় রাখবার আবেদন জানিয়েছি। এই নির্ধারিত সময়ের ভিতরে যদি আমরা ঐক্য মতে না আসতে পারি। তাহলে সেই রিফরমগুলো আগামী নির্বাচনের পর পার্লামেন্টের হাতে দেওয়া হবে।

দ্বিতীয় আলোচনায় আমরা এনেছি এক্যমত আমরা যে যেই রিফর্মে দিয়েছ সেগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করবো। আর সেগুলো বাস্তবায়নের জন্য অর্ন্তবর্তীকানীল সরকার কতখানি কাজ করবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে কতটুকু চুক্তিবদ্ধ হতে পারে। যার মাধ্যমে যেই সরকার আসুক না কেন? নির্বাচিত সরকারের বাইরে কেউ বড় ধরনের পরিবর্তন আনতে পারবেনা।

শহীদ

×