ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

হাসিনার পরাজয়কে ভারতের নীতির পরাজয় মনে করছে মোদি সরকার : সাইফুল হক

প্রকাশিত: ০৩:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৩:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার পরাজয়কে ভারতের নীতির পরাজয় মনে করছে মোদি সরকার : সাইফুল হক

৫ আগস্টের নির্বাচনের পর শেখ হাসিনার পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদি সরকার এখনো মেনে নিতে পারেনি। মোদি সরকার মনে করছে, হাসিনার বিদায় তাদের বাংলাদেশ নীতির ব্যর্থতা। গত ছয় মাসে সরকার ও জনগণকে তারা একদিনের জন্যও স্বস্তি দেয়নি।

এমনকি দেড়-দু মাস আগে ইসকনের মাধ্যমে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রামে ইসকনের ঘটনার সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নির্মমভাবে নিহত হন। তবে বাংলাদেশের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে—কেউ সাম্প্রদায়িক উসকানিতে পা দেয়নি বা কোনো ধর্মীয় স্থাপনায় হামলা চালায়নি।

অরাজকতা ও সরকারের দায়িত্ব
৫ আগস্টের পর হাসিনার এক বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ও তাণ্ডব শুরু হয়। সরকার সে সময় দুর্বল ও অকার্যকর মনে হচ্ছিল। দেশজুড়ে ভাঙচুর ও অরাজক পরিস্থিতি তৈরি হয়, যা কোনো সুস্থ সমাজ মেনে নিতে পারে না।

সরকারকে এখন শক্ত অবস্থান নিতে হবে। যারা দেশে বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে। আমাদের অর্জিত বিজয় যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটিই এখন মূল দায়িত্ব।

রাজু

×