ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

অধিকাংশ ডেভিলদেরকে আপনারা গ্রেফতার করেন নাই : সাইফুল হক

প্রকাশিত: ০২:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

অধিকাংশ ডেভিলদেরকে আপনারা গ্রেফতার করেন নাই : সাইফুল হক

অপারেশন ডেভিল হ্যান্ড শুরু হয়েছে, কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। যারা ১৬ বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশকে লুটের বাজারে পরিণত করেছে, সেই অপরাধীদের অধিকাংশ এখনও গ্রেফতার হয়নি।

আমরা দেখছি, অনেক অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের পালাতে দেওয়া হয়েছে। একদিন জনগণ তাদের বিচার করবে এবং যারা পালাতে সাহায্য করেছে তাদেরও জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরে এসব দুর্নীতিবাজরা বসে আছে, বিশেষ করে সচিবালয়ে। সরকারকে প্রশ্ন করা হচ্ছে, তারা কোথায় খুঁজছে? পুলিশ আসার আগে চোর পালিয়ে গেলে পরে অভিযান শুরু করে লাভ কী?

বাজার সিন্ডিকেটের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, রমজানের আগে বাজার সিন্ডিকেট ও মাফিয়াদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তাদের গ্রেফতার করা হোক এবং তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করা হোক।

সরকার বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয়নি। নতুন সিন্ডিকেট আবার পুরনো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা শুনেছি, ১৬ বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার পরিমাণ প্রায় ১৫০ বিলিয়ন ডলার। গত ছয় মাসে এক টাকাও কি বিদেশ থেকে ফেরত আনা সম্ভব হয়েছে? আমরা চাই, সরকার দ্রুত পাচারকৃত টাকা ফেরত আনার জন্য বিদেশি সরকারের সঙ্গে চুক্তি করুক, নতুন আইন প্রণয়ন করুক এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।

রাজু

×