ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০১:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই: ববি হাজ্জাজ

ঐক্যমত কমিশনের প্রথম আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করেছি। সভাটি এখনো চলমান থাকলেও মূল আলোচনাগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজকের প্রধান আলোচনার বিষয়বস্তু ছিল, রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে বিভিন্ন কমিশনের সাথে কীভাবে আলোচনায় বসবে এবং ঐক্যমতের ভিত্তিতে কীভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

এনডিএম-এর চেয়ারম্যান হিসেবে আমি আলোচনায় দুটো বড় প্রসঙ্গ উত্থাপন করেছি। প্রথমত, আওয়ামী লীগকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছি। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ গণহত্যা, ভোট ডাকাতি, অর্থনৈতিক লুটপাট এবং জনগণের উপর আক্রমণের মাধ্যমে একটি টেরোরিস্ট অর্গানাইজেশনের বৈশিষ্ট্য ধারণ করেছে। এ কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানিয়েছি, যেন আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয় ও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

দ্বিতীয়ত, আমরা দাবি জানিয়েছি যে জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন আয়োজন করা যাবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের লিগ্যাল লেজিটিমেসি যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি এটি সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিতে পারেনি, তাই সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয়। ফলে, জাতীয় নির্বাচনের পরই স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি।

 

রাজু

×