![আওয়ামী লীগের কারণে শেখ মুজিব অপমানিত হচ্ছে: মুফতি সৈয়দ ফয়জুল করিম আওয়ামী লীগের কারণে শেখ মুজিব অপমানিত হচ্ছে: মুফতি সৈয়দ ফয়জুল করিম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/14-2502151907.jpg)
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগের কারণেই শেখ মুজিবুর রহমান অপমানিত হচ্ছেন।
তিনি বলেন, "শেখ সাহেবের অবদান আছে, তাকে বাদ দিয়ে ইতিহাস লেখা যাবে না। কিন্তু আজ কেন তাকে অপমান করা হচ্ছে, সেটি আমাদের দেখতে হবে।"
তিনি বলেন, "আমি চাই না কেউ শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে মামলার আসামি হোক। অন্যায় করলে, তার কারণেই আসামি হতে হবে। আমি চাই না কোনো জুলুম, অত্যাচার বা অবিচার হোক। আমি চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।"
মুফতি ফয়জুল করিম দাবি করেন, এক বছর আগেই তিনি আল্লাহর দরবারে আওয়ামী লীগ সরকারের পতন দেখার প্রার্থনা করেছিলেন এবং তিনি মনে করেন, সেই দোয়া কবুল হয়েছে।
তিনি বলেন, "মাত্র এক বছর আগে আওয়ামী লীগ ছিল সর্বশক্তিমান, পুরো প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোটা রাষ্ট্রযন্ত্র তাদের হাতে ছিল। তখন অনেকেই ভাবতে পারেনি যে এই দল এত দ্রুত দুর্বল হয়ে পড়বে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আজ সেই পতন প্রত্যক্ষ করছি।"
তিনি আরও বলেন, "আজ আওয়ামী লীগের কারণেই বঙ্গবন্ধুকে অপমানিত হতে হচ্ছে। এই অপমানের দায় গোটা আওয়ামী লীগকে নিতে হবে, অন্য কেউ নয়। ইসলামের বাইরে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, যা দিয়ে দেশ সঠিকভাবে চালানো সম্ভব।"
তার বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন এবং দাবি করেন যে, দেশ থেকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হারিয়ে গেছে। মুফতি ফয়জুল করিম মনে করেন, যারা অন্যায় করছে, তাদের বিচার অবশ্যই হওয়া উচিত, তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।
ভিডিও দেখুন: https://youtu.be/pz9hqCSPBMg?si=DCreq3TZIjl6EilR
এম.কে.