![আগে আম খাওয়ার পর্ব হবে, নাকি কাঁঠাল খাওয়ার পর্ব হবে! আগে আম খাওয়ার পর্ব হবে, নাকি কাঁঠাল খাওয়ার পর্ব হবে!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Yourxt-6-2502151838.jpg)
ছবি : জনকণ্ঠ
বিএনপির নেতা ইশরাক হোসেন জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, জোট ও শক্তির প্রথম সম্মিলিত বৈঠক সফল হয়েছে বলে মন্তব্য করেছেন। তবে তিনি বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার বিচার ও আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে ইশরাক লিখেছেন, “মফস্বল ও গ্রামের সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র ও যুবসমাজ অধীর আগ্রহে তাকিয়ে ছিল আওয়ামী লীগ নামের গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠনের বিচার প্রক্রিয়া ও এর বিরুদ্ধে ঐক্যমতের বিষয়ে।”
তবে তিনি উল্লেখ করেন, বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও বৈঠক শেষে গণমাধ্যমে কেউ স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যা সাধারণ জনগণের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।
তিনি আরও লেখেন, “মনে হলো, আগে আম খাওয়ার পর্ব হবে নাকি কাঁঠাল খাওয়ার পর্ব হবে, খাওয়ার আগে হাত ধোয়া হবে নাকি খাওয়ার পরে ধোয়া হবে— এসবই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।”
জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা ও রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করা। তবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে জনগণের আরও স্পষ্ট বক্তব্য আশা করেছিল বলে মনে করছেন ইশরাক হোসেন।
বৈঠকের পরবর্তী ধাপে এই বিষয়টি গুরুত্ব পাবে কি না, তা নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছেন।
মো. মহিউদ্দিন