ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

বিএনপি আর বৈষম্যবিরোধীদের রাজনীতি নিয়ে কি বললেন মুফতি হাবিবুর?

প্রকাশিত: ২৩:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি আর বৈষম্যবিরোধীদের রাজনীতি নিয়ে কি বললেন মুফতি হাবিবুর?

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মিছবাহ তার এক ফেসবুক স্ট্যাটাসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি জানান, ৫ আগস্টের পর বিএনপিকে একপ্রকার ক্ষমতা হস্তান্তরের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ দলটি দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে। তবে ক্ষমতায় যাওয়ার আগেই দলটির মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী মনোভাব প্রকাশ পাচ্ছে, যা সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তার মতে, আওয়ামী লীগ যেখানে শেষ করেছে, বিএনপি সেখান থেকেই শুরু করতে চাইছে, যা গণমানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল গঠনের খবরও সামনে এসেছে। আগামী সপ্তাহেই এই দল আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে।

মুফতি হাবিবুর রহমান মিছবাহ মনে করেন, নতুন এই রাজনৈতিক শক্তি যদি জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ প্রজ্ঞা ও কৌশল প্রদর্শন করতে পারে, তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে।

তিনি আরও বলেন, সবার ভালো কাজের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ।

পটুয়াখালী-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে দেশ গঠনের ভূমিকায় আমরাও গর্বিত অংশীদার হতে চান বলেও জানান তিনি।

এম.কে.

×