ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাদের কোন ছাড় নেই: মান্না

প্রকাশিত: ২২:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাদের কোন ছাড় নেই: মান্না

ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়। তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। তাদের রাজনীতিতে নতুন কোনো বয়ান নেই, অনুতাপ নেই, অনুশোচনাও নেই। তাই তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, গণতন্ত্র মানে বহুত্ববাদের চর্চা, যা আল্লাহর একেশ্বরবাদকে অস্বীকার করা নয় বরং বিভিন্ন মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া। নাগরিক ঐক্যের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে গণতন্ত্রে বহুমতের প্রকাশ থাকতে হবে এবং এটি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে ব্যবহার করা যাবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কৌশলে বা জোরপূর্বক আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এর দায়ভার যারা এই সিদ্ধান্ত নেবেন, তাদেরই বহন করতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম মনে করে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, তাদের রাজনীতিতে কোনো নতুন দিকনির্দেশনা নেই, তারা ব্যর্থ এবং তাদের অনুশোচনার কোনো লক্ষণ নেই।

মান্না আরও বলেন, রাষ্ট্রযন্ত্র আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি সংস্কার করা না গেলে রাষ্ট্র, গণতন্ত্র, অর্থনীতি—কোনো কিছুই টিকে থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, এটি সংশোধনের দায়িত্ব আমাদের এবং এখান থেকে পিছু হটার সুযোগ নেই।

তিনি বলেন, একটি ওয়েবসাইট চালু করা হবে, যেখানে সংশোধন প্রস্তাবগুলো প্রকাশ করা হবে। জনগণ সেখানে মতামত জানাতে পারবেন— যেটি সমর্থনযোগ্য সেটিতে টিক দেওয়া যাবে, যেটি সঠিক মনে হবে না সেটি বাতিল করা যাবে, এমনকি নতুন প্রস্তাবও দেওয়া যাবে। দুর্নীতি, নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংশোধনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ছয়টি কমিশনের সঙ্গে আলোচনা হবে এবং জনগণের মধ্যেও এসব বিষয়ে চর্চা চলবে।

মান্না বলেন, এই প্রস্তাবনার ভিত্তিতেই তারা আগামী নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন যাতে গ্রহণযোগ্য ও টেকসই হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

তিনি বলেন, সংস্কার ও নির্বাচন পরস্পরের বিরুদ্ধে নয় বরং পাশাপাশি চলবে। যখনই পরিস্থিতি উপযুক্ত হবে, তখনই নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকবে।

ভিডিও দেখুন: https://youtu.be/Kird5d-Pi4I?si=FkfFizTxOZn7qFHU

এম.কে.

×