ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

তিন দেশের আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা: মোয়াজ্জেম হোসেন

প্রকাশিত: ২২:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

তিন দেশের আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা: মোয়াজ্জেম হোসেন

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বৈষম্যবিরোধীরা বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে তিন দেশের তিন ধরনের আদর্শ অনুসরণ করতে চায়। তিনি প্রশ্ন তুলেছেন, "বাংলাদেশে এত মহান নেতা থাকতে বিদেশি নেতাদের প্রতি এত আগ্রহ কেন?"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাবিরোধী আন্দোলন বিএনপি গত ১৬ বছর ধরে এককভাবে চালিয়ে আসছে বলে দাবি করেন তিনি। আলাল বলেন, "সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। দেশ সংস্কারে বিএনপি ইতোমধ্যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে। পাশাপাশি আমরা অন্যদের পরামর্শ নিতেও প্রস্তুত। তবে এটিকে বিএনপির দুর্বলতা ভাবলে ভুল করবেন।"

এনজিও পরিচালনা করা আর দেশ পরিচালনা করা এক বিষয় নয় উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, "রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।" তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

আসিফ

×