![ছাত্রদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়েছে, কারো ঈদের পরের আন্দোলনে এক হয় নাই: পিনাকী ছাত্রদের ডাকে পুরো বাংলাদেশ এক হয়েছে, কারো ঈদের পরের আন্দোলনে এক হয় নাই: পিনাকী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-10-at-112415-AM-1-2502151616.jpeg)
ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও দাবি করেন, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে কিছু আওয়ামী দোষর নিজেদের স্বার্থে দেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।
তিনি স্পষ্টভাবে বর্তমানে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপির দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। ভারতের স্বার্থরক্ষায় বিএনপিকে কাজ না করার জন্য আহ্বান করেন বিএনপিকে। জনগণের বিরুদ্ধে গেলে বিএনপি জনসমর্থন হারাবে বলে ছাত্দের নতুন রাজনৈতিক দলকে সমর্থন জুগিয়ে তিনি বলেন: "ছাত্ররা! তোমাদের ডাকে বাংলাদেশের মানুষ আন্দোলনে এক হয়েছে। কারো ইদের পরের আন্দোলনে এক হয় নাই"৷
আসিফ