ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

কবে নির্বাচন চাইলেন মামুনুল হক?

প্রকাশিত: ২১:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কবে নির্বাচন চাইলেন মামুনুল হক?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, চলমান সংস্কার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করতে হবে এবং এর পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐক্যমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে তিনি জানান, জুলাই-আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সংস্কারের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে, যা ইতোমধ্যে প্রস্তাবনা তৈরি করেছে। এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত্ব কমিশন গঠিত হয়েছে এবং আগামী দিনের কার্যক্রম পরিচালনার রূপরেখা ঘোষণা করা হয়েছে।

মামুনুল হক বলেন, কমিশনের সুপারিশ অনুসারে সকল রাজনৈতিক দলকে ডাকা হবে এবং তাদের মতামত গ্রহণ করা হবে। এরপর এই মতামতের ভিত্তিতে সংশোধিত সংস্কার প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও পুলিশের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করা হবে।

বৈঠকে রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করেছে। কেউ দ্রুত স্থানীয় নির্বাচন চায়, আবার কেউ মনে করে, এটি সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সকলেই একমত হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের সমর্থকদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা যাবে না এবং তাদের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। সরকারি পক্ষ থেকেও দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে এবং আগামীর বাংলাদেশের ভিত্তি কী হবে, তা নির্ধারণ করা হবে। তিনি জাতির সামনে একটি ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান এবং বলেন, অতীতের দুঃশাসনের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন হতে হবে এবং ২০২৫ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে খেলাফত মজলিসের নির্দিষ্ট কোনো অবস্থান নেই এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের প্রয়োজন রয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/0BlyFZT_iXc?si=ZgIbHQhg_2vbSHcG

এম.কে.

×