ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাকি স্থানীয় নির্বাচন? কোনটি আগে চান আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত: ২০:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় নাকি স্থানীয় নির্বাচন? কোনটি আগে চান আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ

সংস্কারগুলো একটা নির্বাচিত সরকার করবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এই বাস্তবতা থেকে সরে আসা উচিত। স্থানীয় নির্বাচনে অনেক আওয়ামী লীগের প্রার্থীরাও দাঁড়াতে চাইবে। এখনো আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় মানুষ সহ্য করতে পারছে না একটা গন্ডগোল পরিস্থিতি সৃষ্টি হবে। তাই জাতীয় নির্বাচন টাই গুরুত্বপূর্ণ তারপরে একটা নির্বাচিত সরকার আসলেই স্থিতিশীল সরকার স্থানীয় সরকার নির্বাচনগুলা করবে।

 

মানুষ জাতীয় নির্বাচন মুখী, আমরা সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা করছি। অন্য দল কি  বলতেছে তা তাদের বিষয় আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে পারবো না, তারা তাদের মতামত দিবে আমি আমার মত। আমরা সরকারকে সহযোগিতা করছি এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার না তবে এটা জনগণের সরকার। আমরা পাশে আছি। আমরা ওইভাবে নেগেটিভিটি তে যাব না আমরা চাচ্ছি সংস্কার হয়ে নির্বাচনটা হোক। এমন কোন সংস্কার  হাতে নেওয়া উচিত হবে না যেটা জনগণ চায় যে জনগণের সরকারে করবে। এমন কোন কিছু নেয়া উচিত হবে না যেটা নির্বাচনকে পিছাবে সময় নষ্ট করবে।

সাজিদ

×