ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

বেগম জিয়া কোনো নির্বাচনে পরাজিত হন নি: সেলিম

মোঃ আশরাফউজ্জামান, কাশিয়ানী

প্রকাশিত: ২০:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বেগম জিয়া কোনো নির্বাচনে পরাজিত হন নি: সেলিম

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "বেগম খালেদা জিয়া কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ সালে ৫টি আসনে, ১৯৯৬ সালে ৫টি আসনে এবং ২০০৮ সালের পাতানো নির্বাচনেও তিনি ৩টি আসনে বিজয়ী হয়েছিলেন।" তিনি দাবি করেন, আওয়ামী লীগের আর দেশে ফিরে আসার সুযোগ নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট কলেজ প্রাঙ্গণে রাজপাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, "তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।" তিনি নেতাকর্মীদের প্রতি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে আলেম ওলামাদের প্রতি বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রতিনিধিদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এমএ আলম সেলিম।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মোঃ সেলিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ মণ্ডল, বিএনপি নেতা আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, রাহেলা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হিরু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন খান, কাশিয়ানী ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ সুজাউদ্দীন অপু, রাজপাটের সাবেক ইউপি চেয়ারম্যান এমএম দেলোয়ার হোসেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান, বিএনপি নেতা জুন্নু শেখ, বিদ্যুৎ, হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা মো: রিয়াজ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

এম.কে.

×