ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

স্থানীয় না,জাতীয় নির্বাচন আগে চাই:পার্থ

প্রকাশিত: ১৯:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় না,জাতীয় নির্বাচন আগে চাই:পার্থ

আজ (শনিবার) বেলা তিনটায় ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। এই বৈঠকে দেশের ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন এবং এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।


তিনি বলেন, “আমরা সকলেই আমাদের অবস্থান থেকে ঐক্যমত পোষণ করছি এবং কিছু পরামর্শ দিচ্ছি। আমরা সকলেই দ্রুত জাতীয় নির্বাচন চাই, তবে আমাদের মতামত হলো, স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত নয়। কারণ, এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশব্যাপী ইউনিয়ন পরিষদে সংঘর্ষ এবং মারামারির আশঙ্কা রয়েছে, যা অনেক জায়গায় রক্তক্ষয়ী হতে পারে। স্থানীয় নির্বাচনগুলোতে সহিংসতা ও সংঘর্ষের প্রবণতা অনেক বেশি, যা দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে।”


এছাড়া, তিনি বলেন, “আমরা চাই যে, জাতীয় নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হোক, তবে যাতে কোনোভাবেই জাতীয় নির্বাচনের স্থিতিশীলতা ক্ষুণ্ন না হয়। অনেক রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন আগে করার পক্ষেই মত দিয়েছেন, তবে আমাদের স্পষ্ট মতামত হলো, প্রথমে জাতীয় নির্বাচন হতে হবে। এটি দেশের নিরাপত্তা এবং শান্তির জন্য সবচেয়ে উপযুক্ত পন্থা হবে।”
অন্যদিকে, পার্থ জানান, “আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা একটি ঐক্যবদ্ধ সরকারকে সমর্থন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা সবাই একসঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অভিন্ন লক্ষ্য হলো দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। আমাদের রাজনৈতিক উদ্দেশ্যগুলোও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করবে এবং কোনোভাবেই দেশের মানুষের আত্মত্যাগ এবং আন্দোলনের অর্জন যেন কোনোভাবে ম্লান না হয়।”


তিনি আরও বলেন, “বর্তমান সরকারের পক্ষে আমরা আন্তর্জাতিক মহল থেকে প্রশংসা পাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আমাদের পাশে দেখতে পাচ্ছি, যা একটি অসাধারণ অর্জন। আজকের বৈঠকে একযোগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে এ ধরনের আরো বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করছি, এসব আলোচনা থেকে একটি ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে।”


এছাড়া, পার্থ জানান, “আমরা মনে করি, বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে। সকল রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়িয়ে এ মুহূর্তে একসাথে কাজ করছে। আমরা জানি, আগামী দিনে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তবে আমরা আশাবাদী যে, দেশের সাধারণ জনগণ ও দেশের নিরাপত্তা প্রথমে থাকবে।”


সূত্র:https://tinyurl.com/yn5ufmd8

আফরোজা

×