![গাজীপুরকে ইসলামের দুর্গে রুপান্তরিত করা হবে:মিয়া গোলাম পরওয়ার গাজীপুরকে ইসলামের দুর্গে রুপান্তরিত করা হবে:মিয়া গোলাম পরওয়ার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১৪-2-2502151338.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু সরকার পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করে না, তাঁরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম করছে। ভবিষ্যতে টঙ্গী গাজীপুর মহানগরকে ইসলামের দুর্গ হিসেবে রুপান্তরিত করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার টঙ্গী গাজীপুরা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে গাজীপুর মহানগর ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের প্রত্যেক দায়িত্বশীলকে একাগ্রতা নিষ্ঠা ত্যাগের বিনিময়ে ও নিশ্চিত মৃত্যু ভেবেই দাওয়াতি কাজে এগিয়ে যেতে হবে। কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, পক্ষপাতমুক্ত জীবন, প্রতিটি কাজে আল্লাহকে হাজির নাজির জেনে এবং মৃত্যু নিশ্চিত জেনেই কাজ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতিত্ব করেন।
গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের পরিচালনায় উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে আরে বলেন তিনি ইউনিট দায়িত্বশীলদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদেরকে কাঙ্ক্ষিত মানের দায়িত্বশীল হতে হবে। আর একজন কাঙ্ক্ষিত নিবেদিত ইসলাম প্রিয় দায়িত্বশীল হতে হলে নিজেদের চেষ্টা, সাধনা, কঠোর পরিশ্রম ও অধ্যাপনার মাধ্যমে মোডিফাই করে নিজেদেরকে বিকশিত করতে হবে। প্রতিটি ইউনিট দায়িত্বশীলকে রাজনৈতিক, সাংগঠনিক ও দ্বীনি যোগ্যতা অর্জন করে তার প্রভাব সমাজে প্রতিফলিত করতে হবে।
নুরুল/সাজিদ