![অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৩-8-2502151257.jpg)
ছবি: সংগৃহীত।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা আশা করি দ্রুতই সংস্কারের ঐক্যমত তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।”
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল ৩টায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে তারা বের হন।
প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে, সংস্কার নিয়ে কমিশনের দেওয়া রিপোর্টগুলো নিয়ে আলাপ-আলোচনা করতে। দলগুলো এসব রিপোর্ট নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। আজকের বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে।”
বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এ বৈঠকে আরও অংশ নেন জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক কমিটি, এলডিপি, এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ জাসদ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল, গণফোরাম, আমজনতার দল, লেফট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
সায়মা ইসলাম