![সালথায় ১৩ মামলার আসামি আ’লীগ নেতা গ্রেপ্তার সালথায় ১৩ মামলার আসামি আ’লীগ নেতা গ্রেপ্তার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-15-at-54930-PM-2502151248.jpg)
ছবিঃ সংগৃহীত
ডেভিল হান্ট অভিযানে ফরিদপুরে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে মাঝারদিয়া বাজার এলাকা থেকে ওই আ'লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম মাঝারদিয়া এলাকার জিতু মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ল (ওসি) মো. আতাউর রহমান বলেন, ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারী, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আছে। তাকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আসিফ