ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

হুট করে শেখ হাসিনার দেশে ঢুকে পড়ার কোন  সম্ভাবনা নেই: রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥

প্রকাশিত: ১৬:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

হুট করে শেখ হাসিনার দেশে ঢুকে পড়ার কোন  সম্ভাবনা নেই: রফিকুল ইসলাম খান

 

হুট করে শেখ হাসিনার দেশে ঢুকে পড়ার কোন সম্ভাবনা নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত,এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরে আসতে হবে ট্রাইব্যুনালে আসামি হিসেবে হাজিরা দেওয়ার জন্য, ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য। শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা জামায়াত আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
 শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গনসমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম তিনি বলেন, মুখে স্বাধীনতার কথা বলা হলেও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ, সুফল পায়নি। যার কারনে বারবার গনতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, ভাতের জন্য লড়াই করতে হয়েছে, অধিকারের জন্য বিদেশী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লড়াই করতে হচেছ। 
গণসমাবেশ শেষে একটি বর্নাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

বাবু/সাজিদ

×