![আ. লীগ নেতাদের হামলায় শ্রমিকদল নেতা আহত আ. লীগ নেতাদের হামলায় শ্রমিকদল নেতা আহত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১-6-2502151028.jpg)
সুনামগঞ্জের তাহিরপুরে শ্রমিকদলের এক নেতার উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
শুক্রবার রাত ৭টার উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকদল নেতা মনির হোসেন উপজেলার বালিজুরী ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তাহিরপুর থানায় পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫/৭জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেছেন ভিকটিমের ভাই কবির হোসেন।
অভিযুক্তরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বালিজুরী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিমুল মিয়া, কৃষক লীগের সভাপতি হিমেল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিবুর রহমান ও আওয়ামী লীগ কর্মী ইসমাঈল হোসেন ও তাবিউল ইসলামসহ অজ্ঞাত ৫/৭ জন।
এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সাজিদ