ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

চরমপন্থা শুধু বাম দিক থেকে আসে না, ডান দিক থেকেও আসে

প্রকাশিত: ১৬:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চরমপন্থা শুধু বাম দিক থেকে আসে না, ডান দিক থেকেও আসে

ছবিঃ সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক শক্তিকে অবজ্ঞার ফলে চরমপন্থার উত্থান হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক থেকে আসে না, ডান দিক থেকেও আসে; এটি মনে রাখতে হবে।

তিনি মূলত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন। যেখানে রাজনৈতিক দলগুলোকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না এবং বিএনপির সিনিয়র এই নেতা মনে করেন, যদি রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয় তাহলে চরমপন্থার উত্থান হতে পারে এবং তিনি সেই ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন।

 

মুহাম্মদ ওমর ফারুক

×