![হাসিনার জন্য এলিট ফোর্স পাঠাচ্ছেন ট্রাম্প! ব্যঙ্গ নাকি সত্যি? হাসিনার জন্য এলিট ফোর্স পাঠাচ্ছেন ট্রাম্প! ব্যঙ্গ নাকি সত্যি?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-15-at-34444-PM-2502150955.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে এক্টিভিস্ট ও লেখক আসিফ সৈকতের একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি ফেসবুকে লিখেছেন, "ব্রেকিং: হাসিনার সহায়তার জন্য এলিট ফোর্স পাঠানোর ঘোষণা ট্রাম্পের!" তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তবে এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো ঘোষণা দিয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
আসিফ সৈকতের স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক বিদ্রূপ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছেন।
আসিফ