![মেও মেও করলে চলবে না, আমাদের হুকুমে চলবে থানা: শেখ ফরিদ মেও মেও করলে চলবে না, আমাদের হুকুমে চলবে থানা: শেখ ফরিদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Screenshot-2025-02-15-145826-2502150859.jpg)
ছবি : সংগৃহীত
আমাদের হুকুমে চলবে থানা এমন এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন শেখ ফরিদ। সম্প্রতি, এ নিয়ে একটি রাজনৈতিক সংঘর্ষ এবং হামলার অভিযোগ ওঠেছে।
শেখ ফরিদ তার এই আলোচনার মধ্যে তিনি বলেছেন, গরুহাটিতে বিভিন্ন এলাকা থেকে মহিলা এবং ছেলেমেয়ে নিয়ে এসে গানবাজনা করা হয়েছে। আমরা কয়েকবার চেষ্টা করেও তা বন্ধ করতে পারিনি। আমরা হামলা করতে যাইনি, আমরা শুধু তাদের বুঝানোর চেষ্টা করেছিলাম।
তিনি জানান, এক পর্যায়ে গান বাজানোর কাজ বন্ধ করতে বলার পর, আমাদের প্রতি সহিংস আচরণ শুরু হয়, আমাদের অপরাধ কী, তা প্রশ্ন করা হয়।
এ সময় বক্তা আরও বলেন, নতুন সেক্রেটারি সাহেব গান বাজিয়ে উদ্বোধন করলেন, তবে আমাদের ধারণা ছিল, উনি ভালো কিছু করবেন। গান বাজানো এবং নাচানাচি অশ্লীল ছিল। আমরা তাদের থামানোর চেষ্টা করেছিলাম।
এ বিষয়ে তিনি বলেন, যারা হামলা করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অতীতে যেসব প্রশাসনিক কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি জানান, আমরা কিন্তু ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদের প্রয়োজনে সিলেটের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। মেও মেও করলে চলবে না, আমাদের হুকুমে চলবে থানা।
শিলা ইসলাম