![নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/image-149627-1724597213-1-2502150704.jpg)
ছবিঃ সংগৃহীত
আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব তারেক রহমান দিবেন বলে নিশ্চিত করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন মামলা মোকাদ্দমা মোকাবেলা করেই নির্বাচনের আগে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একটি বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনই বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমরা এখনো প্রার্থী সিলেকশনে কাজ শুরু করি নাই কোনো। এটি একটি চলমান প্রক্রিয়া হবে নির্বাচনের সময়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের দামের ব্যাপারে আমরা মাঠে আছি সবসময়।
তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনারও বলেছেন ডিসেম্বরে নির্বাচনের সময় ধরে তারা কাজ শুরু করেছেন।
মির্জা ফখরুল চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের যে দুঃশাসন ছিলো তাতে এই ধরনের প্রবনতা সৃষ্টি হয়েছে। আবার অনেকে বিএনপির নাম করেও কিছু করতে পারে। বিএনপির যারা সংশ্লিষ্ট ছিলো তাদের বহিষ্কার করা হয়েছে। বিএনপি এই ব্যাপারে পুরো জিলো টলারেন্স নীতিতে চলছে।
নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনে গেছে, সরকারে গেছে আগেও দলটি। এখানে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। এটি একটি সুস্থ প্রতিযোগিতা। নির্বাচনের সময় আমরা যাচাই-বাছাই করে প্রার্থী মনোনয়ন দিব।
সম্প্রতি বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করে বিএনপি। মহাসচিব জানান, নির্বাচনের সমীকরণ ঠিক রেখে কৌশল ঠিক করছেন তারা।
বাজারে অসহনীয় দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি শুরু করেছে বিএনপি। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলাগুলোতে বড় পরিসরে সমাবেশ করবে দলটি। তবে এটি শুধু কর্মসূচি নয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরে একরকম ভোটের মাঠেই নেমেছে বিএনপি।
রিফাত