ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

ক্ষমতায় আসলে চাঁদাবাজদের ডেকে একবেলা বিরিয়ানি খাওয়াবো: সেলিম উদ্দিন

প্রকাশিত: ১২:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমতায় আসলে চাঁদাবাজদের ডেকে একবেলা বিরিয়ানি খাওয়াবো: সেলিম উদ্দিন

ছবি : সংগৃহীত

ক্ষমতায় আসলে চাঁদাবাজকে নিয়ে সমাবেশ ডাকবে জামায়াত এমন বক্তব্য রাখেন মুহাম্মদ সেলিম উদ্দিন। 

সম্প্রতি জামায়াত ইসলামীর আয়োজনে সহযোগী সমাবেশে এসে এমন মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, আমরা সব চাঁদাবাজ, স্ট্যান্ডার্ডবাজ, দুর্নীতিবাজদের সম্মেলন ডাকবো, রেখে তাদের সাথে পরামর্শ করব, একবেলা বিরিয়ানি খাওয়াবো।

তার এই বক্তব্য সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, আমরা তাদের কাছ থেকে ঘোষণা নিব যে তারা ওই রাজনৈতিক দলগুলোর সাথে আর থাকবে না। যদি না থাকে, তবে তাদের যা লাগে, যাকাত থেকে ফান্ড দিব, রাষ্ট্রের ফান্ডেবল যে ফান্ড থাকে, সেখান থেকে দিব। আমরা ব্যাংক থেকে সহজ কিস্তিতে লোন দিব, যাতে তারা মার্সিডি গাড়ি চালাবে, সুন্দর সুন্দর বাড়ি বানাবে, ভালো ভালো বিয়ে করবে, বিদেশ যাবে, লন্ডন যাবে।

পরবর্তীতে, বক্তা মন্তব্য করেন, আপনারা জামাত শিবিরের কাছে আসবেন, জামাত শিবির মানুষকে ভালো করে চিনে ফেলছে। বাংলাদেশে যারা হাসিনার ভাষায় কথা বলবেন, তারা হাসিনার তাবেদার।

এ সময়, জামাত ইসলামী দলের প্রতি তার বক্তব্য ছিল, জামাত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোন দলের নাম নয়। জামাত ইসলামী দেশের মাটি এবং মানুষের দল।
 

শিলা ইসলাম

×