ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

হাসিনা ক্ষমতার লিপ্সায় বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছিল: সুব্রত চৌধুরী

প্রকাশিত: ১২:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা ক্ষমতার লিপ্সায় বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছিল: সুব্রত চৌধুরী

ছবি : সংগৃহীত

গত ১৫ বছর শেখ হাসিনা ক্ষমতার লিপ্সায় বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছিল এমন মন্তব্য করেন সুব্রত চৌধুরী। 

তিনি বলেন, গুম, খুন, ক্রসফায়ার, বন্দুক যুদ্ধ—এসব কাহিনী আমরা গত ১৫ বছর ধরে শুনে আসছি, কিছুটা দেখেও ছিলাম। তবে, বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়েছে, তা আগের ঘটনাগুলোর তুলনায় আরো জঘন্য। 

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই পরিস্থিতি কখনো কাম্য ছিল না, অথচ এখন আমরা এমন ঘটনার মুখোমুখি হচ্ছি। সময়ের সাথে কিছু ঘটনা ঘটেছে, যেগুলো আমরা অনেক সময় উপেক্ষা করি। 

 শেখ হাসিনা প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৫ বছরের রাজনৈতিক শাসনকালে, ২০০৯ থেকে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর, তার জনপ্রিয়তা তলানিতে চলে গিয়েছিল। তখনই নানা রকম কলাকৌশল, চতুরতার মাধ্যমে জনসমর্থন হারানো পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা শুরু হয়। যখন এসব যথেষ্ট কার্যকর হয়নি, তখন আরও নিপীড়নমূলক কর্মকাণ্ড শুরু হয়। শেখ হাসিনা তার দল এবং বাহিনীগুলোকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেন।

এরপর তিনি বলেন, শেখ হাসিনা গত ১৫ বছর ধরে ক্ষমতার লিপ্সায় তার সরকারী বাহিনীগুলোকে জনগণের ওপর শাসন প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেছেন। একমাত্র উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে প্রতিবাদকারী কোনো ব্যক্তি যেন না থাকে। রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার জন্যই এসব অত্যাচার করা হয়েছিল।
 

শিলা ইসলাম

×