![শিবিরের সদস্য হতে ৭৯টি বই পড়া লাগে: সেক্রেটারি জেনারেল শিবিরের সদস্য হতে ৭৯টি বই পড়া লাগে: সেক্রেটারি জেনারেল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Saddam-6773d21f12ef5-1-1-2502150602.jpg)
ছবি: সংগৃহীত
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, "অনেক সাধারণ ছাত্ররা সারাজীবন ঘুরলেও কোনো লাভ হয় না, কারণ এখানে একটি নির্দিষ্ট সিস্টেম রয়েছে, যেখানে কিছু বই পড়তে হয়। আপনি যদি ইসলামী ছাত্রশিবিরে যোগ দিতে চান, তাহলে প্রথমে আপনাকে সমর্থক হতে হবে।"
তিনি আরও বলেন, "সমর্থক হওয়ার জন্য, কোরআন হাদিসের কিছু মৌলিক জ্ঞান থাকা দরকার, যা স্কুল বা মাদ্রাসায় পড়লেও হতে পারে। এটি মুখস্ত করার বিষয়, কারণ আমরা একটি ক্যাডারভিত্তিক সংগঠন।"
নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, "ইসলামী ছাত্রশিবিরের রিক্রুটমেন্ট এবং শৃঙ্খলা ব্যবস্থা বিসিএস ক্যাডারের মতোই। প্রতিটি স্তরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রথমে, সমর্থক হতে হবে। সমর্থক হওয়ার পরে, কর্মী হতে হয়। তবে কর্মী হতে গেলে, শুধু কিছু মিটিংয়ে অংশগ্রহণ করা কিংবা কিছু প্রোগ্রামে আসা যথেষ্ট নয়। কর্মী হওয়ার জন্য নির্দিষ্ট বই পড়তে হয় এবং ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে হয়, যেমন কোরআন, হাদিস এবং ইসলামের মূল্যবোধ।"
তিনি বলেন, "কর্মী হওয়ার পর, তাকে আরও কিছু বই পড়তে হয়। ইসলামের মৌলিক দৃষ্টিকোণ, কোরআন হাদিসের ব্যাখ্যা, ফিকাহ, উলুমুল কোরআন, মাকাসিদুশ শারিয়া, আরবি শিক্ষা, এবং ইসলামের ইতিহাস সম্পর্কে জানার পর, তাকে ভাইবা নেওয়া হয়। যদি তার ইসলামী জ্ঞান যথেষ্ট হয়, তখন তাকে অ্যাসোসিয়েট সাথী হওয়ার সুযোগ দেওয়া হয়।"
"এছাড়া, সাথী হওয়ার পর সদস্য হতে হলে, তাকে মোট ৭৯টি বই পড়তে হয়, যার মধ্যে কোরআন এবং রাসূলুল্লাহ (সা.)-এর পূর্ণ জীবনী পড়তে হয়। সদস্য হতে, কোরআন, হাদিস, ইসলামী আইন, রাজনৈতিক আন্দোলন এবং ইসলামী সভ্যতা সম্পর্কিত বইগুলো পড়তে হবে। এসব পড়াশোনার মাধ্যমে একজন সদস্য ইসলামের দৃষ্টিতে তার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে জানে এবং বুঝতে পারে।"
তিনি আরও বলেন, "সংগঠনের সদস্যদের মধ্যে পদবী বা নির্বাচনী লোভ নিষিদ্ধ। পদের প্রতি লোভ থাকলে তাকে নির্বাচিত করা হবে না। তবে একবার নির্বাচিত হলে, সে পদে থেকে পালিয়ে যেতে পারবে না। ওই দায়িত্ব তাকে বহন করতে হবে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=9yhpgVW_Xpc&ab_channel=DhakaPost
নুসরাত