ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএনপি যদি চাঁদাবাজি করে তাহলে সবাইকে ধরেন: মির্জা আব্বাস

প্রকাশিত: ০০:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি যদি চাঁদাবাজি করে তাহলে সবাইকে ধরেন: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা করা উচিত নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, তাই ডিসেম্বরেই নির্বাচন দিন। আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ।"

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বক্তব্যে মির্জা আব্বাস বলেন, "নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা মতামত দিচ্ছে, যা সরকারকে বিভ্রান্ত করছে। ২০০৮ সালের ভুল সিদ্ধান্তের কারণে দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাণ হারিয়েছেন। আমরা চাই না আবার সেই ধরনের ভুল হোক। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাই নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করবেন না।"

তিনি আরও বলেন, "অনেকে বলছেন, নির্বাচনের আগে বিচার করতে হবে। কিন্তু তিন মাসের মধ্যে বিচার শেষ করে নির্বাচন করা কি সম্ভব? বিচার করতে হলে করুন, তবে ন্যায়বিচার হতে হবে, অবিচার নয়।"

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, "যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, তারা আসলে দেশের স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছেন। আমি সরকারকে বলব, আমাদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করুন। যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করুন। যদি বিএনপি চাঁদাবাজি করে, তাহলে সবাইকে ধরুন। তবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য কোনো দলের বিরুদ্ধে অন্যায় সিদ্ধান্ত নেবেন না।"

তিনি আরও বলেন, "নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা না করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুন। দেশের জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই সবার প্রথম লক্ষ্য হওয়া উচিত।"

ভিডিও দেখুন: https://youtu.be/hwZL5XTt28Y?si=ElE4JXW02KoRoJqT

এম.কে.

×