ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক

আমাদের রাজনীতির পথ চলা সহজ ছিল না

প্রকাশিত: ২৩:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের রাজনীতির পথ চলা সহজ ছিল না

ছবি : সংগৃহীত

আমাদের রাজনীতির পথ চলা সহজ ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত ঐক্যবদ্ধভাবে, সুসংগঠিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে, তিনি গত ১৭ বছর ধরে যে চেষ্টা, যে শ্রম, নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে গত জুলাই-আগস্টে আমরা সেই স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছিলাম।

৫ই আগস্টের পরে এসে, বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, নতুনভাবে পুনর্গঠন করার জন্য, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের যে ৩১ দফার যে একটি রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার মাধ্যমে, সংস্কারের মাধ্যমে, বাংলাদেশকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো।

বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের জনগণের যে আস্থা. যে বিশ্বাস. সে বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাব। এটাই হচ্ছে আমাদের ব্রত, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন।

এই স্বপ্নের মাঝখানের ছোট্ট একজন কর্মী হিসেবে আমি কোথাও না, কোথাও ছিলাম। আমি ২০১৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে যোগদান করেছি খেলা ছেড়ে দেওয়ার পরে। কারণ আমি এই প্লেয়িং লাইফে আমাকে প্রায় পাঁচটি অপারেশন এবং পাঁচটি অস্ত্রপ্রচারের মাধ্যমে, বারবার খেলার মাঠে ফিরে এসেছি আমি।

তিনি আরো বলেন, ২০১৪ সালে বিএনপিতে যোগদানের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকলের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহের মাধ্যমে আমি ছোট ছোট ছোট ছোট ছোট করে আজকে একজন কর্মী হিসেবে আমি গর্ববোধ করি।

এবং সেই গর্বের জায়গা থেকে আমি বিশ্বাস করি যে, আমাদের বাংলাদেশের রাজনীতির যে পথ চলা এটা কখনোই খুব সহজ ছিল না। গত ১৭ বছরে আমাদের উপরে কিরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে আপনারা সকলেই জানেন। এই মর্ম কথা সারাদিন বলেও শেষ করা যাবে না। বাট আমি সংক্ষেপে বলতে চাই যে, আজকে চলন্তিকার যে প্রকাশক রাশেদ রানা ভাই যে আপনি যে উদ্যোগ নিয়ে আমার নামে যে একটি বই লিখেছেন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যে আমি, এটার যোগ্যতা আমার আছে কিনা!

আমি আমি বিশ্বাস করি যে, আমি একজন এদেশের মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে এদেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, সেটি হচ্ছে আমার সবচেয়ে বেশি স্বপ্ন, সেটি হচ্ছে আমার প্রত্যাশা।

মো. মহিউদ্দিন

×