ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

দরকারে আবার একটি জুলাইয়ের ডাক দিব, দেশের স্বার্থে কোন ছাড় নয়: পিনাকী

প্রকাশিত: ২৩:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

দরকারে আবার একটি জুলাইয়ের ডাক দিব, দেশের স্বার্থে কোন ছাড় নয়: পিনাকী

ছবি: সংগৃহীত

জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতার অভিযোগ তুলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

পিনাকী ভট্টাচার্য বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ ইচ্ছাকৃতভাবে গাফিলতি করছে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।" তিনি আরও দাবি করেন, ভারতের কিছু প্রেসক্রিপশনের কারণে বাংলাদেশে কিছু আওয়ামী দোষর নিজেদের স্বার্থে দেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বাংলাদেশের স্বার্থ কখনোই ভারতের কাছে বিকিয়ে দেওয়া যাবে না। জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, "প্রয়োজনে আবারও জুলাইয়ের ডাক দেব, আবার জীবন দেব। দেশের স্বার্থে কোনো ছাড় নয়।"

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আসিফ

×