
আয়না ঘরের নানা স্মৃতির কথা উল্লেখ করে, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান সম্প্রতি টেলিভিশন টকশোতে, দীর্ঘ আট বছরের জেল জীবনের ভয়াবহ কাহিনী তুলে ধরেছেন, যেখানে তিনি মানবাধিকারের প্রতি অমানবিক আচরণ এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কথা বর্ণনা করেছেন।
২০১৬ সালের ৯ আগস্ট, ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে তার ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত মিরপুর ডিওএইচএস’র ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ি থেকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার পরিবারের সদস্যরা, যার মধ্যে দুই শিশু সন্তান, স্ত্রী এবং বোন ছিলেন, উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় আট বছর পর ২০২৪ সালের আগস্টে মুক্ত হন তিনি।
কিন্তু আট বছর! দীর্ঘ সময় আট বছর আপনি ওখানে কি করতেন ছোট্ট জায়গাটার ভিতরে? কিভাবে দিনের পর দিন পার করতেন?
তাঁর শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “আমি আট বছর সূর্যের আলো দেখিনি। আমার সেলটি ছিল এত অন্ধকার, যে কোন প্রাকৃতিক পরিবেশের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না।”
মৃত্যুর চেয়েও কষ্টকর ছিল এই আট বছর, তিনি জানালেন। দীর্ঘ আট বছর বন্দী থাকার অভিজ্ঞতা তাঁকে এতটাই শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিয়েছিল, যে তিনি দিন-রাতের ব্যবধান পর্যন্ত বুঝতে পারতেন না। “প্রশাসনের মাধ্যমে আমাকে জানানো হত না, আমি কোথায় আছি বা কোন দিন চলছে। প্রতিদিন এক অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছি।”
ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বলেছেন,“ অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যুর চেয়ে ভালো। কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি। আমি যখন বুঝতে পারলাম যে আমি অপহরণের শিকার হয়েছি এবং হয়তো আমি এখান থেকে জীবত পেতে পারবো না,তখন আমি নিজেকে বলতাম দুনিয়াতে যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের একাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব এবাদত বন্দেগীর মধ্যে সময় কাটানোর জন্য।”
তিনি আরো বলেন,“ বারবার তাদেরকে আকুল আবেদন করতাম যে একটা ঘড়ি দেন যাতে নামাজটা পড়তে পারি সময় মতো, আর যদি কিছু না দেন কথায় ভুল মনে হয় যে আপনারাও মুসলমান আমি মুসলমান, একটা ক্রোশিপ দেন আল্লাহকে যদি ডাকতে পারি যদি।বলে দেওয়া যাবে না ,আদেশ নাই। আমি হতাশ হয়ে বলতাম যে, রাখতে চান রাখার উপকরণ দেন আর নাইলে মেরে ফেলেন ।এভাবে রাখা বেঁচে থাকা আমাদের হচ্ছে মৃত্যুর চোখ কষ্টের ।তো আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাস সে আমাকে বাঁচিয়ে রেখেছে। ”
সূত্র:https://tinyurl.com/5azx72s9
আফরোজা