ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিষিদ্ধের রাজনীতি ভালো ফল দেয়না: শহীদ খান

প্রকাশিত: ২৩:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নিষিদ্ধের রাজনীতি ভালো ফল দেয়না: শহীদ খান

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার তার এমপি, মন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে কর্মকাণ্ড চালিয়েছে, তা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে তদন্ত চলছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ভবিষ্যতে স্বাভাবিকভাবে রাজনীতি করার সুযোগ পাবে কি না—এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষক শহীদ খান স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

"নিষিদ্ধের রাজনীতি কখনো ভালো ফল দেয় না," বলেন শহীদ খান। তিনি উল্লেখ করেন, "একটি দল বা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলেই তারা বিলীন হয়ে যাবে, বিষয়টি এত সহজ নয়। ইতিহাস বলছে, নিষিদ্ধ সংগঠনগুলো বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার পরও তাদের রাজনৈতিক প্রভাব একেবারে শেষ হয়ে যায়নি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর কার্যক্রমও একসময় ব্যাপক শক্তিশালী ছিল।"

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সংগঠনগুলোকে শক্ত হাতে মোকাবিলা করতে হলে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান খুঁজতে হবে।

আসিফ

×