ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ক্রসফায়ারে দিলেই ভালো হতো, আয়নাঘরে পঁচতে হত না: হুম্মাম কাদের চৌধুরী

প্রকাশিত: ২৩:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ক্রসফায়ারে দিলেই ভালো হতো, আয়নাঘরে পঁচতে হত না: হুম্মাম কাদের চৌধুরী

ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সাত মাস ‘আয়নাঘরে’ বন্দি ছিলেন।

তিনি অভিযোগ করেন, এই সময়ে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বন্দি থাকা সেই আয়নাঘর পরিদর্শন করেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনায় তিনি বলেন, "আমি ভেবেছিলাম হয়তো আমাকে ক্রসফায়ারে মেরে ফেলা হবে। কিন্তু কখনো ভাবিনি মাসের পর মাস বন্দি থাকতে হবে। যখন কয়েক মাস কেটে গেল, তখন মাঝে মাঝে মনে হতো, হয়তো ক্রসফায়ারে দিলেই ভালো হতো, অন্তত এত কষ্ট পেতে হতো না।"

হুম্মাম কাদের জানান, তাকে আদালতে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। প্রথমে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, তবে সেখান থেকে কোনো মামলার কথা জানানো হয়নি। এরপর রাত ১২টার দিকে তাকে গাড়িতে তোলা হয়, হাতকড়া পরানো হয় এবং চোখ বাঁধা হয়। তখনই তিনি বুঝতে পারেন পরিস্থিতি ভালো নয়।

তিনি বলেন, "আমার অপরাধ কী ছিল, তা এখনো জানি না। আমার ধারণা, আমার অপরাধ ছিল শুধুমাত্র একজন রাজনীতিবিদের সন্তান হওয়া। বাবার মতো আমিও রাজনীতিতে জড়িয়ে পড়েছি, কিন্তু এ জন্য যে সাত মাস নির্জন কক্ষে বন্দি থাকতে হবে, তা কখনো কল্পনাও করিনি।"

ভিডিও দেখুন: https://youtu.be/bNy_Lm-_MgY?si=APjjG5Bo9W71STNa

এম.কে.

×