ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধানমন্ডি ৩২ নিয়ে এত আবেগ কেন?-মোয়াজ্জেম হোসেন আলাল  

প্রকাশিত: ২১:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ নিয়ে এত আবেগ কেন?-মোয়াজ্জেম হোসেন আলাল  

“ধানমন্ডি ৩২ নিয়ে কেন এত আবেগ?”- সম্প্রতি এক টকশোতে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তাঁর বক্তব্যে বলেন, “ধানমন্ডি ৩২ এবং এর আশেপাশের অনেক প্লট ক্ষমতার জোরে দখল করেছে আওয়ামী লীগ। বহু মানুষকে এই এলাকা থেকে উৎখাত করা হয়েছে।”


তিনি আরো বলেন, “৩২ নম্বরের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের এক ঘটনা। তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের একটি দল অবস্থান করছিল। ওই সময়ে ধানমন্ডি ৩২-এর সামনে এক বিহারী নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল ইব্রাহিম, যিনি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের একজন ছিলেন।”


মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, “এটি ছিল বাংলাদেশের প্রথম জুডিশিয়াল কিলিং। বিজয়ের আনন্দের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে, যখন আওয়ামী লীগের সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিল।”
 

মোয়াজ্জেম হোসেন আরও মন্তব্য করেন, “আগের পলাতক সরকারের প্রধানমন্ত্রী বারবার বলতেন, ‘আমি দেশে ফেরার পর জিয়াউর রহমান আমাকে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেননি।’ তবে প্রকৃত ঘটনা ছিল যে, ওই বাড়ির বিরুদ্ধে ব্যাংক ঋণের পরিমাণ ছিল, যা শেখ মুজিবুর রহমান বা তার দুই কন্যা কখনো পরিশোধ করেননি। পরবর্তীতে জিয়াউর রহমান সরকারী সহায়তা দেন এবং শেখ হাসিনা ও তার বোন কিছু অর্থ পরিশোধ করে বাড়িটি ফেরত পান।”


সূত্র:https://tinyurl.com/2wcfkx8j
 

আফরোজা

×