
ছবিঃ সংগৃহীত
আ. লীগ নিষিদ্ধ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ-অভ্যুত্থানের প্রকৃত অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। গত ৬ মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই। স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন? ৬ মাসা অবশ্যই সরকার অদক্ষতার পরিচয় দিয়েছে, কারণ এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই স্থানীয় সরকার নিয়ে। স্থানীয় সরকারই জনসেবার একমাত্র চাবিকাঠি। অথচ সবকিছু সরিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের রেখে দেয়া হয়েছে। এগুলো ঠিক না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদকে রাজপথে সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা লিফলেট বিতরণ করব সেই সাথে প্রয়োজনে আরো কর্মসূচি দিব। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅধিকার পরিষদ আপোষ করবে না। যারা আপোষ করবে আমরা তাদেরও বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা-বাণিজ্যের ধান্দাবাজির জন্য আপোষ করবেন, এই আপোষ যারা করছেন তাদের বিরুদ্ধে থাকবো আমরা।
রিফাত