ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

জামায়াতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার: জামায়াত আমির

প্রকাশিত: ২০:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের নিবন্ধন ফেরত না দেওয়া বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার কারণে বিগত সরকার তাদের নিবন্ধন বাতিল করেছে।

শনিবার নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি হয়ে দাঁড়িয়েছে।

ডা. শফিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জামায়াত তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে অন্যায়ভাবে, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য লজ্জার বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের অধিকার পুনরুদ্ধার করতে চাই। কিন্তু সরকার যদি জুলুমের পথ অব্যাহত রাখে, তবে দেশবাসীকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী মাঠে নামবে।’

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ‘প্রথমত, সকল খুনের বিচার করতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার সাধন করতে হবে। তৃতীয়ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এই তিনটি দাবি শুধু জামায়াতের নয়, বরং জনগণের দাবি।’

জনসভায় কেন্দ্রীয় নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণের কাছে ভোট প্রার্থনা করেন এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেতারা বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী আপোষহীন ভূমিকা পালন করে যাবে। জনসভায় তৃণমূল নেতাকর্মীদের শক্তি প্রদর্শন এবং আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

ভিডিও দেখুন: https://youtu.be/wJsow1_tCsk?si=jmEN08KlMRXomuea

এম.কে.

×