ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিপ্লব সফলভাবে টিকবে কিনা সেটাই টেনশন! ছাত্রশিবিরের সাবেক সভাপতি কী বললেন

প্রকাশিত: ২০:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বিপ্লব সফলভাবে টিকবে কিনা সেটাই টেনশন! ছাত্রশিবিরের সাবেক সভাপতি কী বললেন

ছবি: সংগৃহীত

ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুম ইসলাম তার ফেসবুক প্রোফাইলে একটি আবেগপূর্ণ স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে তিনি শহীদ জুনায়েদ এবং তার পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

স্ট্যাটাসে সিরাজুম ইসলাম উল্লেখ করেছেন, জুলাই আন্দোলনের বিখ্যাত দেয়ালিকা "স্বাধীনতার সূর্যোদয়"-এর ব্যাকড্রপে জুনায়েদ ও তার পিতার একসাথে তোলা ছবি দেখে তিনি অবাক ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। জুনায়েদের পিতার চোখে জল দেখার পর, তিনি বুঝতে পারেন যে, বাবার চেষ্টা ছিল সন্তানের চোখের পানি আড়াল করার।

জুনায়েদ, যিনি জুলাই আন্দোলনে আহত হন, তাকে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছিল। স্ট্যাটাসে সিরাজুম ইসলাম আরও জানান, জুনায়েদ তার সংগ্রামের কথা শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেন যে, "বিপ্লব সফলভাবে টিকবে কিনা সেটাই নিয়েই টেনশন!"

সিরাজুম ইসলাম তার স্ট্যাটাসে আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে শহীদদের ত্যাগকে কবুল করে বিপ্লব সফল হয় এবং ইসলামী বিপ্লবের জন্য আরও বড় প্রচেষ্টা সফল হয়।

আসিফ

×