ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ভারতের আধিপত্য শেষ হয় নাই: ড. মাহমুদুর রহমান

প্রকাশিত: ০০:৩৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের আধিপত্য শেষ হয় নাই: ড. মাহমুদুর রহমান

ছবি: সংগৃহীত

জাতিসংঘের রিপোর্ট প্রসঙ্গ তুলে হাসিনার ক্ষমতা এবং ভারতীয় আধিপত্যের কথা তুললেন ড. মাহমুদুর রহমান। 

সম্প্রতি একটি অনলাইন টকশোতে বক্তব্য রাখাকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের গণহত্যা ও জুলাই অভ্যুত্থানের উপর জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এবং এই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা সরকার আর কখনো রাজনীতিতে আসার ক্ষমতা রাখে না এমন কথা বলেন তিনি। 

এছাড়াও বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তিনি। 

তিনি বলেন, ভারতীয় হেজিমনি কি সমাপ্ত হয়েছে? সেটা সমাপ্ত হয়নি। এটা আমাদের বুঝে নিতে হবে। 

ভারতের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ভারত হাসিনাকে নিয়ে খেলছিল হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশের যে উপনিবেশ তৈরি করেছিল। সেটি হারাতে চাচ্ছিল না ভারত।

শিলা ইসলাম

×