ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সবচেয়ে শক্তিশালী মব মিডিয়া মব, বিচারহীনতার কারিগর: মেহেদী হাসান

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:০১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সবচেয়ে শক্তিশালী মব মিডিয়া মব, বিচারহীনতার কারিগর: মেহেদী হাসান

ছবি: সংগৃহীত।

আলোচিত অ্যাক্টিভিস্ট মেহেদি হাসান আজ (১৩ জানুয়ারি) তার ফেসবুক পোস্টে তৌহিদি জনতা ও মিডিয়া-মব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "তৌহিদি জনতা কেন মব হয়?"

মেহেদি হাসানের মতে, তৌহিদি জনতার মব হয়ে ওঠার পেছনে বঞ্চনা ও বিচারহীনতা প্রধান কারণ। তবে এর বিপরীতে তিনি আরও উল্লেখ করেন এক শক্তিশালী মবের কথা, যাকে তিনি "মিডিয়া-মব" বলে অভিহিত করেন।

তিনি বলেন, "মিডিয়া-মব আয়নাঘরের ঘটনা ও গুম-খুনের পক্ষে নগ্নভাবে সম্মতি উৎপাদন করেছে। এই মিডিয়া-মবই তৌহিদি জনতার বঞ্চনার কারণ এবং বিচারহীনতার কারিগর।"

মেহেদি হাসান আফসোস করে বলেন, "মবমারানিরা মিডিয়া-মব নিয়ে কোনো কথা বলে না। তারা শুধু প্রতিক্রিয়াকে দোষারোপ করে, কিন্তু মূল কারণগুলোকে সমাধান করতে চায় না।"

সায়মা ইসলাম

×