![রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দুরভিসন্ধিমূলক: জামায়াত রিজভীর বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী ও দুরভিসন্ধিমূলক: জামায়াত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/68-2409041605-2502131755.jpg)
ছবি: সংগৃহীত
জামায়াতকে মুনাফিক আখ্যা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজশাহীর বাগমারা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে করা তার সেই মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এর প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় রুহুল কবির রিজভী যেসব মন্তব্য করেছেন, তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে আসলে কী অর্জন করতে চান, তা আমাদের কাছে স্পষ্ট নয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে, এ ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
শিলা ইসলাম