![বঙ্গীয় হিটলার শেখ হাসিনা: ব্যারিস্টার ফুয়াদ বঙ্গীয় হিটলার শেখ হাসিনা: ব্যারিস্টার ফুয়াদ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ab_party_20250103_184348020-2502131613.jpg)
ছবি: সংগৃহীত
এবার আওয়ামী লীগ প্রসঙ্গে গণমাধ্যমের সামনে সতর্কবার্তা পৌঁছে দিলেন ব্যারিস্টার ফুয়াদ. জাতিসংঘের প্রতিবেদনের দ্বারা আওয়ামী লীগ রাজনীতির কবর রচিত হয়েছে এমন মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন করার দুঃস্বপ্ন দেখছেন, আপনারা আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা নেন।
গণহত্যার প্রতিবেদনের কথা তুলে তিনি বলেন, আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বপুঞ্জের দরবারে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে. জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণে যে নমুনা বঙ্গীয় সীমানার মধ্যে রেখেছিল তা আজ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃত হয়েছে।
এসব বিষয়ে বক্তব্য রাখাকালীন তিনি বলেন, শেখ হাসিনা হিটলারের বঙ্গীয় সংস্করণ।
শিলা ইসলাম