![প্রথমবার জামায়াতের কোনো আমিরের দলীয় নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন! প্রথমবার জামায়াতের কোনো আমিরের দলীয় নেতাদের নিয়ে বইমেলা পরিদর্শন!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1৩-2502131412.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতাদের নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে একুশে বইমেলা পরিদর্শন করেছেন।
দেশটির স্বাধীনতা লাভের পর এই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পরিদর্শন করেন।
তবে রাজনীতিকদের অনেকে বলছেন, রাজনৈতিকভাবে বা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে মহান একুশের বইমেলা পরিদর্শনের রেওয়াজ বা নজির নেই ।
একুশের বইমেলা পহেলা ফেব্রুয়ারি শুরু হয়ে চলে মাসজুড়ে। প্রথম দিনে দেশের সরকার প্রধান বইমেলার উদ্বোধন করে থাকেন।
সেই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য বা রাজনীতিকেরা উপস্থিত থাকেন।
এর বাইরে রাজনীতিকদের অনেকেই বইমেলায় যান। কিন্তু তারা দলীয় কোনো কর্মসূচি নিয়ে নয়, তারা যান ব্যক্তিগতভাবে।
বিভিন্ন সময় অনেক রাজনীতিক বই লিখেছেন বা প্রকাশ করেছেন; তারাও ব্যক্তিভাবে বইমেলায় যেতেন। এমন উদাহরণ অনেক আছে।
তবে আজ বিকেলে জামায়াতের আমির শফিকুর রহমান দলীয় নেতাদের নিয়ে একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
শিহাব