ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১৯:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন: ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত।

দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এই নির্বাচন এ বছরের ডিসেম্বরেই হতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সামিটে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে ড. ইউনূস বলেন, "আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ বিভিন্ন সংস্কার কমিশন প্রতিবেদন তৈরি করেছে। তারা সুপারিশ করছে, এবং আমরা ঐকমত্যের ভিত্তিতে একটি 'সনদ' তৈরি করব। এটি বাস্তবায়নের পর দ্রুত নির্বাচন দেওয়া হবে। এটি সম্ভবত এ বছরের ডিসেম্বরেই হতে পারে।"

ড. ইউনূস আরও বলেন, "বাংলাদেশের বিভিন্ন খাত এক সময় ধ্বংসপ্রায় অবস্থায় ছিল। অর্থনীতি, সমাজ ও প্রশাসন ভেঙে পড়েছিল। আমাদের কাজ হলো এই খাতগুলো পুনর্গঠন করা। যেমন, ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছিল এবং ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আমাদের রিজার্ভ তলানিতে পৌঁছেছিল। প্রথমে অর্থনীতি, এরপর আইনশৃঙ্খলা এবং পরবর্তী সময়ে অন্যান্য প্রতিষ্ঠান পুনর্গঠনে মনোযোগ দেওয়া হচ্ছে।"

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সম্পর্কে তিনি বলেন, "যেসব সুপারিশে সব পক্ষ একমত হবে, তা আমরা বাস্তবায়ন করব। এই প্রক্রিয়ার পর নির্বাচন হবে।"

নির্বাচন শেষে ক্ষমতায় থাকা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, "নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি আগের কাজেই ফিরে যাব। কারণ সেই কাজেই আমি আনন্দ পাই।"

ড. ইউনূসের মতে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক এবং প্রশাসনিকভাবে পুনর্গঠনের মাধ্যমে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়া।

সায়মা ইসলাম

আরো পড়ুন  

×